ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, উক্ত সমাবেশে ভারতপন্থী কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়নি।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। এ জন্য মঞ্চের কর্মী ও হাদির পরিবার মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকা ধার করা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের কোনো ধরনের সহায়তা নেওয়া হয়নি বলেও জানান তিনি। চিকিৎসকদের মতে, পরিবার বা রাষ্ট্র চাইলে তাকে বিদেশে পাঠানো সম্ভব।
তিনি আরও অভিযোগ করেন, শরিফ ওসমান হাদি দীর্ঘদিন ধরেই হত্যাহুমকির বিষয়ে অবগত করে আসছিলেন এবং এ সংক্রান্ত সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। হামলার পর এখন পর্যন্ত যেসব সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, তা ইনকিলাব মঞ্চ নিজ উদ্যোগেই করেছে। এ ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ইনকিলাব মঞ্চ জানায়, কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে।
এর আগে, শনিবার শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা আয়োজনের সিদ্ধান্ত নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...