Logo Logo

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি


Splash Image

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।


বিজ্ঞাপন


সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নিয়ে যাওয়া হয়। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৩০ মিনিটে শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির। তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি নিশ্চিত করতে এবং উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। তার ওপর এই হামলার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই তার সমর্থক ও রাজনৈতিক মহলে উদ্বেগ প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...