ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম আইসিসির মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেও শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারেননি।
নভেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হারমার, যিনি ভারতের মাটিতে ২৫ বছরের মধ্যে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে টেস্ট সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুই ম্যাচের সিরিজে ভারতকে ধবলধোলাই করে হারমার ৮.৯৪ গড়ে ১৭ উইকেট শিকার করেন। এ নিয়ে টানা দুই মাস দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আইসিসির মাসসেরা পুরস্কার জিতলেন; এর আগে অক্টোবরে সেরা হয়েছিলেন অলরাউন্ডার সেনুরান মুতুসামি।
হারমার ও তাইজুলের সঙ্গে মনোনীত ছিলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। নারী ক্রিকেটে নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের শেফালি বর্মা, যিনি থাইল্যান্ডের থিপাটচা পুত্থাওং ও সংযুক্ত আরব আমিরাতের এশা ওজাকে পেছনে ফেলেন। ভারতের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ বলে ৮৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন শেফালি, যিনি প্রতীকা রাওয়ালের চোটের কারণে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...