Logo Logo

ভারতকে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি

বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিলে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেব


Splash Image

ছবি : সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভারতকে সতর্ক করে বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বানচালের চেষ্টা যারা করছে, তাদেরকে আশ্রয় দিলে তার জবাব হিসেবে সেভেন সিস্টার্স রাজ্যগুলো আলাদা করা হতে পারে।


বিজ্ঞাপন


তিনি এই মন্তব্য করেন সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সর্বদলীয় সমাবেশে। এই সমাবেশের আয়োজন করা হয়েছিল ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে।

সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস চালায়, ভোটচুরি করে এবং হাদিকে হত্যা করেছে—তাদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। দেশের পরিবেশ অস্থিতিশীল এবং নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে।”

ভারতের প্রতি সরাসরি সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, “যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না—তাদেরকে আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব।”

এনসিপি নেতা দাবি করেন, “হাসিনার পৃষ্ঠপোষক ভারত অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি পক্ষকে দাঁড় করিয়েছে। ভারতকে আর ‘পার্শ্ববর্তী দেশ’ বলার সুযোগ নেই, অবস্থান স্পষ্ট করতে হবে।”

একই দিনে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন হাদির ওপর হামলার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে মন্তব্য করেন। এর জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আপনার-আমার মৃত্যু নির্বাচন কমিশনের কাছে কেবল একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন হাদির মৃত্যুকেও বিচ্ছিন্ন ঘটনা বলছে। এমন মেরুদণ্ডহীন কমিশনারের সঙ্গেও যেন একদিন এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে—সেই অপেক্ষায় থাকলাম।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...