বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁনপুর হাইস্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন গিয়াস উদ্দিন টিটু (৫৫)। তিনি কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি একই গ্রামের চেয়ারম্যান আব্দুল খালেকের বাড়ির মৃত আফাক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন টিটু নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। ২০২৫ সালে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চাঁনপুর হাইস্কুল এলাকায় অভিযান চালায় সেনবাগ থানার পুলিশ। অভিযানের একপর্যায়ে আওয়ামী লীগ নেতা টিটুকে গ্রেপ্তার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি বিস্ফোরক মামলায় গিয়াস উদ্দিন টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...