ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আসন্ন বিপিএলের দ্বাদশ আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি, এ কারণেই টুর্নামেন্ট শুরুর আগেই তার এই আগমন। বাংলাদেশে এসে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হন শোয়েব, যেখানে বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।
বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেলে তিনি তা গ্রহণ করবেন কিনা—এমন প্রশ্নের জবাবে শোয়েব আখতার জানান, বর্তমান পেস বোলিং কোচ শন টেইটই বাংলাদেশের জন্য সেরা পছন্দ। শোয়েব বলেন, টেইট বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা পেস বোলিং কোচ এবং তিনি একজন ভালো ও সৎ মানুষ। টেইট থাকলে নিজের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন শোয়েব। তবে ভবিষ্যতে সুযোগ এলে বিষয়টি ভেবে দেখবেন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে তিনি যদি কখনো আসেন, তবে সমর্থকদের জন্য চ্যাম্পিয়ন হিসেবেই আসতে চান।
বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানাকে নিয়েও প্রশংসা করেন শোয়েব আখতার। তার মতে, নাহিদকে নিয়মিত ট্রেনিং চালিয়ে যেতে হবে এবং শরীরকে চাপ নেওয়ার মতো করে গড়ে তুলতে হবে। সঠিক মানসিকতা ও আত্মবিশ্বাস থাকলে নাহিদ বিশ্বসেরাদের একজন হতে পারে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তাসকিন আহমেদের ছন্দ ও সামর্থ্যের প্রশংসা করেন শোয়েব।
এ ছাড়া ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে পাকিস্তানের হারের স্মৃতিচারণ করে শোয়েব বলেন, সময়ের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়েছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষ ও তাদের জয়ের মানসিকতা তার ভালো লাগে বলেও উল্লেখ করেন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...