Logo Logo

দিনাজপুরে বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের র‍্যালি


Splash Image

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তরের উদ্যোগে এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


র‍্যালিটি দিনাজপুর জেলা উত্তরের সভাপতি রাসেল রানার নেতৃত্বে অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তরের প্রকাশনা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বীরগঞ্জ উপজেলা সভাপতি নুর শাহিন, পৌর শাখার সভাপতি ইব্রাহিমসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আদর্শিক ছাত্র আন্দোলন জোরদারের আহ্বান জানান। তারা বলেন, বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।

র‍্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...