Logo Logo

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এম. আনিসুল ইসলাম (ভুলু মিয়া)।


বিজ্ঞাপন


সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরের আগে তিনি নিজ কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আনিসুল ইসলাম সাংবাদিকদের বলেন, জনগণের আশা পূরণের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। তিনি বলেন, বর্তমানে মানুষ তাদের মৌলিক অধিকার হারিয়ে ফেলেছে এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণ সেই অধিকার ফিরে পেতে চায়। এজন্য একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চান। বিশেষ করে গরিব, দুঃখী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পাশাপাশি গোপালগঞ্জ-১ আসনের অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তাদের সার্বিক প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান এবং জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে এম. আনিসুল ইসলাম (ভুলু মিয়া) প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...