Logo Logo

নিরাপত্তা শঙ্কায় আজ দুপুর ২টায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার


Splash Image

চলমান পরিস্থিতি বিবেচনায় আজ বুধবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


আইভ্যাক বাংলাদেশ (IVAC Bangladesh)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর ভিসা আবেদন কেন্দ্রে আর কোনো কার্যক্রম পরিচালিত হবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যেসব আবেদনকারীর আজকের (বুধবার) জন্য নির্ধারিত স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট আবেদনকারীদের যথাসময়ে অবহিত করা হবে বলে জানানো হয়েছে।

কেন্দ্র বন্ধের বিষয়ে বিস্তারিত কারণ উল্লেখ না করা হলেও, আবেদনকারীদের পরবর্তী নির্দেশনার জন্য আইভ্যাক বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির দিকে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...