ফেনীর দাগনভূঞা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান।
বিজ্ঞাপন
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, “হয় ওসি থাকবে, নতুবা অপরাধী থাকবে। এক সাথে দুটো থাকতে পারে না।”
যোগদানের মাত্র দশ দিনের মাথায় তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ওসি ফয়জুল আজীম নোমান জানান, থানায় যোগদানের পর থেকেই তিনি মাদক কারবারি ও শীর্ষ ডাকাতসহ বেশ কয়েকজন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন। প্রতিটি ইউনিয়নে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ‘কিশোর গ্যাং’ প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
তিনি বলেন, “যেখানে সমস্যা, সেখানেই পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। মানুষ যাতে ঘরের দরজা খোলা রেখে শান্তিতে ঘুমাতে পারে, সেই লক্ষ্য নিয়ে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।”
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারের ও পুলিশ সুপারের (এসপি) নির্দেশনার কথা উল্লেখ করে ওসি বলেন, “সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করছি। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।”
এলাকার সচেতন মহলের দাবি, ওসি নোমান যোগদানের পর গত দশ দিনে দাগনভূঞায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন এসেছে। ইতিপূর্বে প্রতিদিন চুরি ও ডাকাতির ঘটনা ঘটলেও গত দশ দিনে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের এই কঠোর ও সক্রিয় অবস্থানে সাধারণ মানুষের মাঝে আস্থা ফিরেছে।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...