Logo Logo

পাইকগাছায় নির্বাচনী আচরণ বিধি পরিপালনে মতবিনিময় সভা অনুষ্ঠিত


Splash Image

খুলনার পাইকগাছায় আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় প্রধান বক্তা হিসেবে নির্বাচনী আচরণবিধিমালা সংক্রান্ত বিস্তারিত ব্রিফিং প্রদান করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বজলুর রশীদ।

মতবিনিময় সভায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘিত হয় এমন কার্যক্রম প্রতিরোধে সুনির্দিষ্ট কর্ম-কৌশল নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ইউনিয়ন পর্যায়ের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ বাজার এবং জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে অবৈধভাবে টাঙানো প্যানা, ফেস্টুন ও পোস্টার দ্রুত অপসারণের জন্য গ্রাম পুলিশ ও ইউপি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। সভায় উপস্থিত সদস্যদের নিজ নিজ এলাকার নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জিএম আব্বাস উদ্দীন, জাবেদ ইকবাল, ফারুক হোসেন সরদার, আরিফ বিল্লাহ, মো. বেলাল হুসাইন, শেখ মিরাজুল ইসলাম, সঞ্জীব ঘোষ ও বিজয় পাল। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন দফাদার এবং গ্রাম পুলিশ সদস্যরা এই গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আচরণবিধি ভঙ্গে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না এবং মাঠ পর্যায়ে তদারকি আরও জোরদার করা হবে।

প্রতিবেদক- মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা, খুলনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...