Logo Logo

পাইকগাছায় সুপেয় পানির স্যাম্পেল টেস্টিং প্ল্যান্ট স্থাপন কাজের উদ্বোধন


Splash Image

খুলনার পাইকগাছা পৌরসভা ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার এইডের যৌথ উদ্যোগে সুপেয় পানির স্যাম্পেল টেস্টিং প্ল্যান্ট স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পাইকগাছা পৌরসভার সরল দীঘীর পাড় এলাকায় এ প্ল্যান্ট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সদস্য ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, উপ-সহকারী প্রকৌশলী মো. লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, লাইসেন্স পরিদর্শক মৃণাল কান্তি সানা, পানি শাখার বিলক্লার্ক মো. শাহিনুর হোসেনসহ পৌরসভা ও ওয়াটার এইডের কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই স্যাম্পেল টেস্টিং প্ল্যান্ট স্থাপন কার্যক্রম সম্পন্ন হলে পৌরসভার পানির গুণগত মান যাচাই সহজ হবে এবং নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। ফলে পৌর এলাকার দীর্ঘদিনের সুপেয় পানির সংকট অনেকাংশে কমে আসবে।

পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পানির বিকল্প নেই। ওয়াটার এইডের সহযোগিতায় এ উদ্যোগ পৌরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ।”

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পাইকগাছা পৌরসভায় আধুনিক ও টেকসই পানিব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিবেদক- মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা, খুলনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...