বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে এই ফরম সংগ্রহ করেন বিএনপির একটি প্রতিনিধি দল। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের অনুপস্থিতিতে স্থানীয় নেতৃবৃন্দ তার পক্ষে এই ফরম গ্রহণ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, “ভোলা-৩ আসনের জনগণ আমাদের সবচেয়ে বড় আস্থা ও বিশ্বাসের জায়গা। অতীতে যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই এলাকার মানুষ ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকেই বিজয়ী করেছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, এবারও জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে রায় ধানের শীষের পক্ষেই দেবেন।”
দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল বলেন, “আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। যিনি ১৯৭১ সালে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, সেই বীর সেনানী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে কোনো অপশক্তিই দমিয়ে রাখতে পারবে না। যারা দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে, তারা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না।”
মনোনয়ন ফরম সংগ্রহের সময় আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, ফয়সাল তালুকদার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী। এছাড়া উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিনসহ যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভোলা-৩ আসনটি ঐতিহাসিকভাবেই বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাবেক এই সংসদ সদস্য ও বীর বিক্রম মেজর (অব.) হাফিজের মনোনয়ন সংগ্রহের সংবাদে লালমোহন ও তজুমদ্দিন এলাকার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...