Logo Logo

গোপালগঞ্জে আল্লামা শামসুল হক ফরিদপুরীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় ছাত্রশক্তির পথচলা শুরু


Splash Image


বিজ্ঞাপন


১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২:৩০ মিনিটে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ 'জুলাই যোদ্ধা' ওসমান হাদীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

​উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি গোপালগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক মো: জামিল রশিদ ও সদস্য সচিব লিমন মোল্লা। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির পক্ষে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিফ শেখ এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মুফতি ইনজামুল হকসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

​মাজার জিয়ারত ও দোয়া শেষে নেতৃবৃন্দ গোপালগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করেন এবং প্রশাসনের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। ছাত্রশক্তির আহবায়ক জামিল রশিদ জানান, তারা একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে সাথে নিয়ে কাজ করে যেতে বদ্ধপরিকর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...