Logo Logo

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ৯


Splash Image

দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের নিকটবর্তী বেকার্সদাল শহরে একটি পানশালায় ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় পানশালার মালিকসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রোববার এক বিবৃতিতে বেকার্সদাল শহরের পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে একটি সাদা মাইক্রোবাস ও একটি রুপালি রঙের মোটরগাড়িতে করে মোট ১২ জন ব্যক্তি ওই পানশালায় উপস্থিত হয়। সেখানে পৌঁছেই তারা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। হামলাকারীরা খুব অল্প সময়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করলেও যতক্ষণ সেখানে ছিল, ততক্ষণই গুলি ছুড়তে থাকে। পুলিশ জানিয়েছে, হামলার শিকার পানশালাটি বৈধ এবং সরকারিভাবে নিবন্ধিত ছিল।

তবে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এসএবিসি (SABC) ভিন্ন তথ্য দিয়েছে। চ্যানেলটির খবরে বলা হয়, বন্দুক হামলা ও হতাহতের ঘটনা পানশালার ভেতরে নয়, বরং পানশালার বাইরের সড়কে সংঘটিত হয়েছে।

উল্লেখ্য, জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার গাউটেং প্রদেশের রাজধানী। এ ঘটনায় গাউটেং প্রাদেশিক পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার ফ্রেড কেকানা বলেন, “আমরা এখনও ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করছি। কেন্দ্রীয় পুলিশ হেডকোয়ার্টারের অপরাধ ও ব্যবস্থাপনা টিমের সদস্যরা আমাদের সহায়তা করছেন। পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের সদস্য এবং প্রাদেশিক পুলিশের সদস্যরাও তদন্তে যুক্ত আছেন।”

তিনি আরও জানান, কী কারণে এই হামলা সংঘটিত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত— সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের সবাইকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...