Logo Logo

ইবিতে প্রতিষ্ঠিত হচ্ছে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়ার’


Splash Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি চেয়ার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ১৯তম অনুষদীয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি পরবর্তী অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলে পাঠানো হবে বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন।

সভা সূত্রে জানা যায়, রবিবার অনুষ্ঠিত কলা অনুষদের ১৯তম সভায় ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়ার’ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন। এ প্রস্তাবের ওপর আলোচনা শেষে সভায় উপস্থিত অধ্যাপকরা সর্বসম্মতিক্রমে চেয়ারটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। একই সঙ্গে সিদ্ধান্তটি একাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় উপস্থাপনের অনুমতিও দেওয়া হয়।

এ বিষয়ে কলা অনুষদের ডিন ও কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, অতীতে এই চেয়ার প্রতিষ্ঠা না করায় চরম বৈষম্য করা হয়েছিল। স্বাধীনতার ঘোষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে চেয়ার প্রতিষ্ঠার মাধ্যমে সেই বৈষম্য দূর হবে।

তিনি আরও জানান, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়ার’-এর দায়িত্বে একজন অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। ওই অধ্যাপক জিয়াউর রহমানের জীবন, কর্ম ও দর্শন নিয়ে গবেষণা পরিচালনা করবেন এবং এ বিষয়ে বিভিন্ন সেমিনার আয়োজন করবেন। প্রয়োজনে গবেষণালব্ধ গ্রন্থ প্রকাশের সুযোগও থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...