Logo Logo

আইসিসির এপ্রিল মাসসেরা ক্রিকেটারের দৌড়ে মেহেদী হাসান মিরাজ


ভোরের বাণী

Splash Image

ছবি: মেহেদী হাসান মিরাজ, সংগৃহীত।।

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির এপ্রিল মাসসেরা ক্রিকেটারের মনোনয়নে জায়গা পেয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। বল হাতে ১৫ উইকেট ও ব্যাট হাতে ১০৪ রানের ইনিংস খেলে হয়েছেন মাসসেরার অন্যতম দাবিদার।


বিজ্ঞাপন


এপ্রিল মাসে টেস্ট ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়নে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সোমবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে ছড়ি ঘোরানোর পাশাপাশি ব্যাট হাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৫২ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৫ উইকেট নিয়ে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট শিকার করেন মিরাজ।

এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেও ছিলেন অনন্য। সেখানে ১৬২ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। সেই ম্যাচেও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হন এবং পুরো সিরিজে প্রভাবশালী পারফরম্যান্সের জন্য জেতেন সিরিজসেরার পুরস্কার।

এপ্রিল মাসজুড়ে ব্যাট হাতে ৩৮.৬৬ গড়ে ১১৬ রান এবং বল হাতে ১১.৮৬ গড়ে ১৫ উইকেট নিয়ে আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার জোরালো দাবিদার হয়ে উঠেছেন মিরাজ।

তার সঙ্গে এই দৌড়ে আছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স। মুজারাবানি সিলেট টেস্টে প্রথম ইনিংসে নিয়েছেন ৬ উইকেট এবং পুরো সিরিজে ৯ উইকেট শিকার করেছেন মাত্র ৩৯.২ ওভারে ১২২ রান দিয়ে।

অন্যদিকে কিউই পেসার বেন সিয়ার্স পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৮.২ ওভারে নিয়েছেন ১০ উইকেট। সেরা বোলিং ফিগার ছিল ৩৪ রানে ৫ উইকেট।

মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হবেন সমর্থক এবং নির্ধারিত সংবাদকর্মীদের ভোটের মাধ্যমে। এখন দেখার পালা—এই তিন প্রতিদ্বন্দ্বীর মধ্য থেকে কার হাতে উঠবে এপ্রিল মাসসেরার মুকুট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...