Logo Logo

ভোগাই নদীতে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি উদ্ধার, নিখোঁজ চালকের সন্ধানে পরিবার


Splash Image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত এর চালক হুমায়ুনের কোনো খোঁজ মেলেনি, যার ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।


বিজ্ঞাপন


সোমবার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের আড়াইআনী বাজার সংলগ্ন ভোগাই নদীর ঘাট থেকে ভাসমান অবস্থায় সিএনজিটি উদ্ধার করা হয়। উদ্ধার করা সিএনজির রেজিস্ট্রেশন নম্বর: ময়মনসিংহ-থ-১১-৩৮৯৯।

নিখোঁজ চালক হুমায়ুন ময়মনসিংহের নকলা উপজেলার ডুকুরিয়া গ্রামের বাসিন্দা এবং ফুল মাহমুদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা ভোগাই নদীর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় সিএনজিটি ভাসতে দেখে। গাড়িটি দুমড়ে-মুচড়ে থাকায় তাৎক্ষণিকভাবে তারা এর চালক বা মালিককে শনাক্ত করতে পারেননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে বা কেন সিএনজিটি নদীতে পড়লো— সে বিষয়ে কেউই নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

নিখোঁজ হুমায়ুনের স্ত্রী ঝর্না খাতুন জানান, “গত শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে স্বামী সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। রবিবার আছরের সময় একবার কথা হয়েছিল, তিনি জানিয়েছিলেন, নকলায় আছেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। আজ ফেসবুকে খবর পেয়ে এখানে এসেছি, কিন্তু আমার স্বামীর কোনো সন্ধান পাচ্ছি না।”

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “আমরা সিএনজিটি উদ্ধার করেছি। এখনো চালকের খোঁজ মেলেনি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।”

এদিকে নিখোঁজ হুমায়ুনকে উদ্ধারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পরিবার ও এলাকাবাসীও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

-সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী (প্রতিনিধি) শেরপুর

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...