Logo Logo

কলাপাড়ায় লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝা সংলগ্ন এলাকার একটি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত অবস্থায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তবে এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, “মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

-কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...