Logo Logo

পূর্ব শত্রুতার জেরে চলাচলের রাস্তায় বেড়া, অবরুদ্ধ পরিবার


Splash Image

ছবি- রাস্তায় বেড়া, অবরুদ্ধ পরিবার

শেরপুর নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের দক্ষিণ সোহাগপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে মো. আফাজ আলীর পরিবারের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোকছেদ আলী হাওলাদারের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


এদিকে চলাচলের পথ না পেয়ে বাড়ির পেছনে অন্যের ফসলি জমির আইল দিয়ে যাতায়াত করতে হচ্ছে ভুক্তভোগী পরিবারটিকে। প্রতিকার চেয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তারা।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রভাবশালী হওয়ায় মোকছেদ আলী হাওলাদার ও তাঁর পরিবারের লোকজন প্রায়ই আফাজ আলীর পরিবারের সঙ্গে বিবাদে জড়ান। বিরোধের জেরে আফাজ আলীর বাড়ি যাওয়ার একমাত্র রাস্তাটি দুই মাস আগে মোকছেদ হাওলাদার রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এর ফলে পরিবারটি এখন গৃহবন্দী হয়ে পড়েছে। এমনকি আফাজ আলী ফেরি করে কাপড়ের ব্যবসা করে যা দুই মাস ধরে বন্ধ আছে। দুই মাস ধরে ছেলে মেয়েরা ঠিক মতো স্কুলে যেতে পারছে না।

ভুক্তভোগী আফাজ আলী বলেন, আমার যাতায়তের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে রেখেছে। আমরা বাড়ি থেকে বের হয়ে কোথাও যেতে পারি না। আমার ৪ ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না। দ্রুত আমাদের চলাচলের রাস্তা থেকে বেড়া সড়িয়ে চলাচল উপযুক্ত করার দাবি জানাই স্থানীয় চেয়ারম্যান এবং প্রশাসনের নিকট।

অভিযুক্ত মোকছেদ আলী হাওলাদার বলেন, ওই জায়গাটা আমার, আমি ওদের ওই রাস্তা দিয়ে চলতে দিবো না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী (প্রতিনিধি) শেরপুর

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...