বিজ্ঞাপন
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, নড়াইলের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, বন বিভাগের জোনাল অফিসার খন্দকার গিয়াস উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান এবং নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।
মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারির ১০টি স্টল অংশগ্রহণ করে। সপ্তাহব্যাপী এই মেলায় পরিবেশবান্ধব বিভিন্ন গাছের চারা ও তথ্য-উপাত্ত প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। আমরা শিক্ষার্থীদের ২টি করে ফলদ চারা দিয়েছি, যাতে তারা তা তাদের বাড়ির আঙিনায় রোপণ করে। প্রত্যেক নাগরিকেরই উচিত অন্তত একটি করে গাছ লাগানো।”
অনুষ্ঠান শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।
প্রতিবেদক - মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...