ছবি- চিকিৎসার অভাবে গরু মারা গেছে
বিজ্ঞাপন
আর এতেই ক্ষোভে হারুণ অর রশিদ নামে ওই কৃষক প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে মরা গরু ফেলে প্রতিবাদ করেন। ঘটনাটি ঘটে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা প্রাণী সম্পদ অফিসে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার কাকরকান্দি ইউনিয়নের শালমারা গ্রামের কৃষক হারুণ অর রশিদ চিকিৎসা করতে অসুস্থ গরু নিয়ে সকাল ৮.৩০টার দিকে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাণী সম্পদ অফিসে ফোনে যোগাযোগ করে আসলেও পাইনি কোন চিকিৎসক। সময়মতো চিকিৎসা না পেয়ে ছটফট করতে করতে বিনা চিকিৎসায় ১ ঘন্টা পরে মারা যায় গরুটি।
হারুণ অর রশিদ বলেন, গতকালে উপজেলা প্রাণীসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর, বাসায় গিয়ে চিকিৎসা দিয়ে আসলে গরুর অবস্থা আরো খারাপ হয়। সকালে অফিসে ফোন দিলে কামাল বলেন গরুর নিয়ে আসেন আমরা অফিসে আছি। কিন্তু গরু নিয়ে আসার ১ ঘন্টা পরেও চিকিৎসা না পেয়ে গরু মারা গেছে। সময় মতো চিকিৎসক না আসার কারণ গরু মারা গেছে।
এ বিষয়ে সকাল ১০.৩০ টায় প্রাণী সম্পদ অফিসে কথা বলতে চাইলে কোনো কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অফিসে পাওয়া যায়নি।
তবে পরে মুঠোফোনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ ফয়জুর রহমান বলেন, “আমাদের অফিসের কোন চিকিৎসক কে সে ফোন দেয় নাই, যাকে ফোন দিয়েছে সে আমাদের অফিসের কোন চিকিৎসক না। আর গরুটা সকাল ৯টার আগেই মারা গেছে যার ফলে চিকিৎসক না থাকায় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকব।”
-সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী (প্রতিনিধি) শেরপুর
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...