Logo Logo

নীলফামারীতে শ্রাবণের বৃষ্টিতে খুশি কৃষক,স্বস্তিতে জনজীবন


Splash Image

বর্ষার মৌসুমে প্রচণ্ড তাপদহন ও প্রখর রোদে অস্বস্তিতে জনজীবন,ফসলের মাঠগুলো খা-খা ।প্রকৃতির ছায়াতলে আশ্রয়ে ছিল প্রাণিকুল। আষাঢ়ে নেই তেমন কোন বৃষ্টির আনাগোনা।


বিজ্ঞাপন


তবে শ্রাবণের বারিধারা ও প্রকৃতি নিশ্চুপ থাকায় মিলছে জনজীবনে স্বস্তি। জেলার প্রায় জায়গায় জুড়ে হচ্ছে স্বস্তির বৃষ্টি। ফসল ফসলাদি নতুন বংশবৃদ্ধিতে ব্যাস্ত। এদিকে স্বস্তির বৃষ্টিতে কৃষকের মনে আনন্দের হাট।সদরের লক্ষিচাপ ইউনিয়নের কৃষক বিজয় রায় বলেন শ্রাবণের বারিধারায় আমন ধান রোপণের ব্যস্ত সময় পার করেছে। এছাড়া এই বৃষ্টি শুধু আমনের উপকার নয়,বাড়তি ফসলের উপকার বটে। একই এলাকার সমাজসেবী সাদিকুল ইসলাম জানান তীব্র গরমে জনজীবনে নানান রোগবালাই ছড়িয়ে পড়েছে,তবে স্বস্তির আবহাওয়ার কারণে এইসব রোগবালাই থেকে রেহাই পেতে পারে জনজীবন।শ্রাবণের বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে এই জেলার কৃষকদের।সকাল সন্ধ্যায় রোপণ করছে আমন ধান।

এছাড়া সদরের পঞ্চপুকুর- ইউনিয়নের সমাজসেবী ও কৃষক মিজানুর রহমান বলেন অস্বস্তি জীবন ব্যবস্থাকে দূর করেছে শ্রাবণের আবহাওয়া। সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো:আতিক আহমেদ বলেন,উঁচু-নিচু সব আবাদি ফসলের জন্য শ্রাবণের বৃষ্টির গুরুত্ব অপরিসীম।এই বৃষ্টি রূপধারণ করবে ফসলের সবুজ সমারোহ।

-সেলিম রেজা,নীলফামারী

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...