Logo Logo

কেউ আমার প্রতিদ্বন্দ্বী না, রিজিকের মালিক আল্লাহ: সোহান


Splash Image

ছবি: সংগৃহীত।।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক নুরুল হাসান সোহান জাতীয় দলে না থাকলেও মনোযোগ ধরে রেখেছেন নিজের পারফরম্যান্সে। অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে জানালেন, সুযোগ এলে সেরাটা দিতে প্রস্তুত।


বিজ্ঞাপন


দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন নুরুল হাসান সোহান। উইকেটকিপার-ব্যাটার হিসেবে প্রায় সব ঘরোয়া টুর্নামেন্টেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছেন তিনি। তবে জাতীয় দলের জার্সিতে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে না তাকে। এই অনুপস্থিতি নিয়ে অবশ্য কোনো অভিযোগ নেই সোহানের। তার দৃষ্টিতে জাতীয় দলে সুযোগ পাওয়া কিংবা বাদ পড়া—সবই প্রক্রিয়ার অংশ।

আজ বুধবার, ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে সংবাদমাধ্যমে সোহান বলেন, “কেউ আমার প্রতিদ্বন্দ্বী—এভাবে দেখি না। আমার মনে হয়, যে ভালো, যে ডিজার্ভ করে, সেই জাতীয় দলে যাবে। আমার প্রতিযোগিতা আমার নিজের সাথেই। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি, চেষ্টা করি নিজেকে আরও ভালো করার জন্য। যদি সুযোগ আসে, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

জাতীয় দল নয়, সোহানের মনোযোগ এখন কেবল সামনে থাকা দায়িত্বে। “আমি ওইভাবে চিন্তা করি না। সামনে যেটা থাকে সেটাতেই পুরোপুরি ফোকাস করি। যেহেতু অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছি, এখন পুরো মনোযোগ এখানেই। আমার কাজ মাঠে পারফর্ম করা, ভালো খেলা। নিজের জায়গা থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করি। কোনো সময় হয়, কোনো সময় হয় না। এটা নির্বাচকদের চিন্তার বিষয়,”

সবশেষে সোহান বলেন, “আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যতটুকু লিখে রেখেছেন, অতটুকুই হবে। আমি এটা নিয়ে কথা বলাও ঠিক মনে করি না। যখনই সুযোগ পাই, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি ও নিজেকে আরও ভালো করার চেষ্টা করি।”

জাতীয় দলে ফেরার চাপ নয়, বরং নিজের উন্নতি নিয়েই বেশি ভাবেন সোহান। তার এমন মনোভাবই তাকে ঘরোয়া ক্রিকেটে করে তুলেছে ধারাবাহিক ও দায়িত্বশীল এক ক্রিকেটার। এখন দেখার অপেক্ষা—অস্ট্রেলিয়া সফরে কেমন পারফরম্যান্স উপহার দেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...