Logo Logo

কলাপাড়ায় অবৈধ ট্রলবোটের সরঞ্জামাদি অপসারণ ও মৎস্য সম্পদ সুরক্ষায় মতবিনিময় সভা


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ ট্রলবোটের সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ ও সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা মৎস্য অধিদপ্তর ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ। বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলফাজ উদ্দীন শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আবু নাইম মুহাম্মদ আবদুর ছবুর, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, পটুয়াখালী স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও মাছের প্রজনন বৃদ্ধির স্বার্থে অবৈধ ট্রলবোট বন্ধ করা জরুরি। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে, হাজার হাজার জেলে পরিবার বেকার হয়ে পড়বে এবং সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাবে।

সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জেলে এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক - জাকারিয়া জাহিদ, কলাপাড়া, পটুয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...