ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি বলেন, দেশীয় গোয়েন্দা সংস্থা জনগণের পকেটের টাকায় পরিচালিত হলেও তাদের ব্যয়, দায়িত্ববোধ বা জবাবদিহি নিয়ে কোনো স্বচ্ছতা নেই।
তিনি বলেন, “তাদের একটাই কাজ, মানুষকে ভীতি প্রদর্শন করা। কিছু হলে আয়নাঘরে তুলে নিয়ে যায়। আমরা সেই আয়নাঘর ভেঙে দিয়েছি। আগামীতে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয়, তাহলে ডিজিএফআই-এর হেডকোয়ার্টারও ভেঙে দেব। যথেষ্ট সহ্য করেছি। অবশ্যই সংস্থাটিকে সংস্কার করতে হবে।”
এনসিপি নেতা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “সংস্কারকাজ শেষ না হলে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে আমার ভাইদের, যারা শহীদ হয়েছিল এবং রক্ত দিয়েছে সংস্কারের জন্য, তাদের কবরে গিয়ে লাশ ফেরত দিতে হবে বর্তমান সরকারকে।”
তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, “যদি সংস্কারকাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে আমার ভাইয়ের হাত ফেরত দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, তার সন্তানকে ফিরিয়ে দিতে হবে।”
পুরনো নির্বাচনী সংস্কৃতির কারণে মানুষের মৃত্যুর প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “একই ফ্যাসিবাদী সংবিধান, একই সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচন হলে এতজন মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কেন ছিল?”
সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “গণমাধ্যম আগে ছিল ‘হাসিনামাধ্যম’, এখন যা বলতে গেলে চাকরি যাবে। গণ-অভ্যুত্থানের পর সব মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বসে তাদেরকে বলেছি, যা আকাম করেছেন, ঘরের ভেতরে থাকুন। লজ্জা থাকলে ঘরের ভেতর থেকে বের হবেন না। কিন্তু তাদের কাছে লজ্জা নেই, বারবার জনগণকে ধোঁকা দিয়ে যাচ্ছে।”
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...