Logo Logo

বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সড়ক অবরোধ


ভোরের বাণী

Splash Image

ইসলামী ফাউন্ডেশন (ইফা) কর্তৃক পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্প দ্রুত অনুমোদন এবং জানুয়ারি ২০২৫ থেকে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন


বিজ্ঞাপন


সড়ক অবরোধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শহরের কাউতলি মোড়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে অবস্থান নেন এবং প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে বক্তৃতা করেন ইসলামী ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফিল্ড অফিসার মো. রবিউল আউয়াল, মাস্টার ট্রেইনার মাওলানা আবু ছালেহ হানাফী, ফিল্ড সুপারভাইজার মো. মিলন মাহমুদ ভূঁইয়া, আশুগঞ্জ উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. সাইদুর রহমান রেজভী, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাম্মেল হক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান মাসুদ প্রমুখ।

বক্তারা বলেন, অষ্টম পর্যায়ের প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার আগেই জানুয়ারি ২০২৫ থেকে বকেয়া পাঁচ মাসের বেতন-ভাতা ও বোনাস প্রদান করতে হবে। একইসঙ্গে প্রকল্পের সব জনবলকে পদসহ রাজস্বখাতে অন্তর্ভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকার ও অন্যান্য কর্মচারীদের স্কেলভুক্ত করে বেতন দিতে হবে এবং শিক্ষকদের বেতন-ভাতা সম্মানজনকভাবে বৃদ্ধি করতে হবে।

বক্তারা আরও জানান, তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

প্রতিবেদক-মোঃ খোকন,ব্রাহ্মণবাড়িয়া।।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...