Logo Logo

ফেনীতে চুরি হওয়া সিএনজি নোয়াখালী থেকে উদ্ধার, গ্রেপ্তার ১


Splash Image

ফেনী সদর হাসপাতাল মোড়স্থ রওশন পার্টি সেন্টার সংলগ্ন জনতা মোটরসের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি (CNG) নোয়াখালী থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


জানা যায়, ফেনী জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরার সার্বিক তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

শনিবার (১৭ আগস্ট) নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন নবগ্রাম বাজারে অভিযান চালিয়ে চুরি হওয়া সিএনজি-সহ মো. মমিন উল্লাহ (৫৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালী জেলার কবিরহাট থানার নবগ্রাম এলাকার মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট তারিখে ফেনী সদর থানাধীন হাসপাতাল মোড়স্থ রওশন পার্টি সেন্টার সংলগ্ন জনতা মোটরসের সামনে থেকে সিএনজিটি চুরি হয়। এ ঘটনায় সিএনজির মালিক মো. হারুন (৪২) ফেনী সদর থানায় একটি এজাহার দায়ের করেন।

ফেনী জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, চুরি হওয়া সিএনজি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিবেদক - মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...