Logo Logo

ডিপ্লোমা ও বিএসসি শিক্ষার্থীদের জন্য সম্মানজনক সমাধান চাই

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি


Splash Image

ছবি- সংগৃহীত, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

বুয়েটসহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।


বিজ্ঞাপন


বুয়েটসহ দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির যুগ্ম মহাসচিব ও বুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, বুয়েটসহ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে দেশের সেরা মেধাবীরা পড়াশোনা করে। তাদের পেশাগত মর্যাদা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা একদিনের সমস্যা নয়; বহুদিনের নীতি বিশৃঙ্খলা ও উদাসীনতার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা ও সংশ্লিষ্টদের সচেতনতা থাকলে এই সংকট আলোচনার টেবিলেই সমাধান হতো।

আশরাফুল আলম বলেন, “দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবনে জড়ো হওয়া যেমন সমীচীন ছিল না, তেমনি প্রকৌশল শিক্ষার্থীদের ওপর নির্মম পুলিশি হামলাও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ যেভাবে লাঠিপেটা করেছে তা আমাদের ফ্যাসিবাদের কথা মনে করিয়েছে। দেশের সেরা মেধাবীদের সাথে এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “প্রকৌশলে যারা ডিপ্লোমা করছেন এবং বিএসসি পড়ছেন—তাদের পড়াশোনার বিস্তৃতি ও দক্ষতা বিবেচনা করে সবার জন্য সম্মানজনক সমাধান নিশ্চিত করতে হবে। আমরা চাই না শিক্ষার্থীরা বারবার রাস্তায় নেমে আন্দোলন করুক। তারা পড়াশোনা করুক, গবেষণা করুক। শিক্ষার্থীদের লাঠিপেটা হতে দেখা মানে জাতির হৃদয়ে রক্তক্ষরণ।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...