Logo Logo

সততা ও কর্মদক্ষতায় স্বীকৃতি, লিংকন বিশ্বাস এখন উপসচিব


Splash Image

ছবি, লিংকন বিশ্বাস উপসচিব পদে উন্নীত

নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। প্রশাসনিক দক্ষতা, সততা ও আন্তরিকতার জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত।


বিজ্ঞাপন


নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস উপসচিব পদে পদোন্নতি
শুক্রবার (২৯ আগস্ট) তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।লিংকন বিশ্বাস দায়িত্ব পালনে সর্বদা আন্তরিক ও নিষ্ঠাবান ছিলেন। নড়াইলে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কাজের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সরব ভূমিকা সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।

কর্মজীবনের শুরু থেকেই সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি প্রশাসনে বিশেষ সুনাম অর্জন করেছেন।

তাঁর পদোন্নতিতে নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক এবং সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তারা বলেন—"অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস একজন সৎ, পরিশ্রমী ও কর্মদক্ষ কর্মকর্তা। তাঁর পদোন্নতি আমাদের জন্য আনন্দের সংবাদ। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও তিনি দায়িত্বশীলতার সঙ্গে দেশের সেবায় নিয়োজিত থাকবেন।”

এছাড়াও তাঁর পদোন্নতির সংবাদে সামাজিক যোগাযোগমাধ্যমেও নড়াইলবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

-মো. নূরুন্নবী সামদানী নড়াইল প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...