বিজ্ঞাপন
আইনজীবী মার্ক এস জাকারবার্গ জানান, তিনি মেটার প্রতিষ্ঠাতা মার্ক ই জাকারবার্গ নন, বরং কেবল নামের মিল থাকা একজন সাধারণ ব্যক্তি। গত আট বছরে অন্তত পাঁচবার তার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এতে তার ব্যবসায় কয়েক হাজার ডলার লোকসান হয়েছে বলে দাবি করেন তিনি।
৩৮ বছর ধরে আইনচর্চা করা এই মার্ক এস জাকারবার্গ অভিযোগ করেন, ফেসবুক ভুলভাবে তার ১১ হাজার ডলারের বিজ্ঞাপন সরিয়ে নেয়। এজন্য ইন্ডিয়ানার মেরিয়ন সুপিরিয়র কোর্টে মামলা দায়ের করেছেন তিনি।
তিনি আরও জানান, নিজের পরিচয় প্রমাণে ফটো আইডি, ক্রেডিট কার্ড এবং একাধিক ছবি ফেসবুককে জমা দিয়েছিলেন। তবুও বারবার তাকে ‘ভুয়া নাম ব্যবহারকারী’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
অন্যদিকে মেটা এক বিবৃতিতে জানিয়েছে, মার্ক এস জাকারবার্গের অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ‘‘ভুলভাবে নিষ্ক্রিয় হওয়ায় আমরা দুঃখিত। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি।’’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...