Logo Logo

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার


Splash Image

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার (৭ সেপ্টেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।


বিজ্ঞাপন


মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে চালানো অভিযানে মোট ২০ হাজার ৮৮২ জন প্রবাসীকে আটক করা হয়। এর মধ্যে আবাসন আইন ভঙ্গের অভিযোগে ১২ হাজার ৯৭৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ১৮৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় ৩ হাজার ৭২২ জন রয়েছেন।

একই সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১০ হাজার ৮৯৫ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া কয়েক হাজার আটকপ্রবাসীকে দেশে ফেরানোর আগে ভ্রমণের নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় এক হাজার ২৪৪ জনকে আটক করা হয়েছে। আটকপ্রবাসীদের মধ্যে ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিকই সংখ্যাগরিষ্ঠ। পাশাপাশি, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনের অভিযোগে সৌদিতে বসবাসরত আরও ২০ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

সৌদি আইনে অবৈধ অনুপ্রবেশে সহায়তার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে বহুবার সতর্কবার্তা দিলেও নিয়মিত ধরপাকড় অভিযানে বিপুলসংখ্যক আইন লঙ্ঘনকারীর আটক হওয়ার খবর প্রকাশ করছে স্থানীয় গণমাধ্যম।

মধ্যপ্রাচ্যের এ দেশটিতে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো অভিবাসী শ্রমিক সৌদি আরবে কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...