Logo Logo

ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ


Splash Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ রোববার (৭ সেপ্টেম্বর)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচার চালাতে পারবেন।


বিজ্ঞাপন


নির্বাচনের আর মাত্র একদিন বাকি থাকায় প্রার্থীরা দৌড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি, নানা কর্ম-পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি জানিয়ে ভোট প্রার্থনা করছেন তারা।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। ফলে প্রচারণা চলে মূলত হলে হলে। দিনের শুরুতে হাজী মুহম্মদ মহসিন হলে প্রচারণা শুরু করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

তিনি বলেন, “অতীতের অপরাজনীতির সংস্কৃতি ভেঙে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠা করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে নারী বা পুরুষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে গণনা করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।” নির্বাচিত হলে নারী হেনস্তা রোধে বিশেষ সেল গঠনের আশ্বাস দেন তিনি।

অন্যদিকে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “আমরা আশা করি মেয়েরাও গণহারে ভোট দিতে আসবে। এ বিষয়টি আমরা উৎসাহিত করছি।”

অমর একুশে হলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ভিপি প্রার্থী এস এম ফরহাদ ও আবু বাকের মজুমদার। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। বিকালে মধুর ক্যান্টিনে জরুরি ব্রিফিং করে স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের আচরণ রাজনৈতিক ও স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক।

এছাড়া বিকালে ভোটের পরিবেশ ও অন্যান্য বিষয় নিয়ে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেয় ছাত্রদল।

আজ প্রচারণা শেষ হলে হাতে থাকবে মাত্র একদিন। আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। শিক্ষার্থী ও প্রার্থীদের প্রত্যাশা—সুষ্ঠু, সুন্দর ও দৃষ্টান্তমূলক নির্বাচন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...