ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
রাঙামাটিতে টানা ভারী বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এর ফলে সোমবার দুপুরে কাপ্তাই বাঁধের ১৬টি গেট (জলকপাট) খুলে দেওয়া হয়েছে।
চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বারের মতো বাঁধের গেট খোলা হলো। কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, হ্রদের তীরবর্তী এলাকায় হঠাৎ ভারী বৃষ্টিপাত হওয়ায় পানির উচ্চতা দ্রুত বেড়ে যায়। সোমবার বেলা আড়াইটায় পানির উচ্চতা দাঁড়ায় ১০৮ দশমিক ৬৫ ফুট, যা বিপৎসীমা (১০৮ ফুট) অতিক্রম করেছে। ফলে গেটগুলো ৬ ইঞ্চি করে খোলা হয় এবং প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিস্কাশিত হচ্ছে। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট নির্ধারিত।
এর আগে গত ৫ আগস্ট পানি বৃদ্ধির কারণে ১৬টি গেট খোলা হয়েছিল, যা ১২ আগস্ট পানির উচ্চতা কমে আসায় বন্ধ করা হয়। এরপর আবার পানি বৃদ্ধিতে ২০ আগস্ট রাতে দ্বিতীয় দফায় গেট খোলা হয় এবং ২৩ আগস্ট তা বন্ধ করা হয়। তবে সেপ্টেম্বরের শুরুতেই আবারো পানি বিপৎসীমা অতিক্রম করায় তৃতীয়বারের মতো গেট খুলতে হলো কর্তৃপক্ষকে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...