ভাঙ্গা অবরোধে দক্ষিণ-পশ্চিমের সড়ক যোগাযোগে স্থবিরতা
বিজ্ঞাপন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় কয়েকদিন ধরে বিরাজ করছে অস্থিরতা। সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে ভাঙ্গা উপজেলার হামিরদি ও আলগী ইউনিয়নকে (ফরিদপুর-৪ আসন) সালথা-নগরকান্দা আসনে সংযুক্ত করা হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাধারণ মানুষ টানা তৃতীয় দিনের মতো ভাঙ্গা গোলচত্তরে অবরোধ চালিয়ে যাচ্ছেন।
দক্ষিণের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গা মহাসড়ক অবরোধের ফলে ঢাকার সঙ্গে গোপালগঞ্জ, খুলনা, যশোর, মাদারীপুর, বাগেরহাট, নড়াইলসহ অন্তত ১২ থেকে ১৫ জেলার যোগাযোগ ব্যাহত হচ্ছে।
বাসচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে প্রবেশের প্রধান রুট ভাঙ্গা বন্ধ থাকায় তারা পড়েছেন বিপাকে। ফলে বিকল্প পথ হিসেবে পদ্মাসেতু পাড়ি দিয়ে শিবচর-মাদারীপুর হয়ে যাতায়াত করতে হচ্ছে।
তবে বিকল্প রুটে অতিরিক্ত চাপ পড়ায় শিবচরে দেখা দিয়েছে নজিরবিহীন যানজট। সরু রাস্তা দিয়ে শত শত দূরপাল্লার যানবাহন চলাচল করায় যাত্রীদের ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে। গরমে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন। এমনকি জরুরি সেবার গাড়ি, বিশেষ করে অ্যাম্বুলেন্সগুলোও একই দুর্ভোগে পড়েছে।
ক্ষুব্ধ যাত্রীরা বলছেন, একটি নির্দিষ্ট সমস্যার কারণে পুরো দেশের যোগাযোগ ব্যবস্থা এভাবে অচল করে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তারা দ্রুত সমস্যা সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...