Logo Logo

সাতক্ষীরায় মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে সরকারি ভাতার টাকা আত্মসাৎের অভিযোগ


Splash Image

জন্মনিবন্ধনে ইচ্ছাকৃত ভুল, ভুল সংশোধনের নামে বারবার অর্থ আদায়, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার টাকা নিজের পরিবারের নাম্বার ব্যবহার করে আত্মসাৎ এবং বিভিন্ন অনলাইন সার্ভিসে সরকারি ধার্যকৃত ফিসের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আসমা খাতুনের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৫ অক্টোবর) সকালে প্রতাপনগর সর্বস্তরের জনগণের উদ্যোগে ফুলতলা বাজারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান গাজী। এছাড়া বক্তব্য রাখেন সমাজ সেবক নূরে-আলম সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কারিমুজ্জামান, সাংবাদিক মাসুম বিল্লাহ, ভুক্তভোগী বেদানা বিশ্বাস, আব্দুস সালাম গাজী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আসমা খাতুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রাপ্তদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছেন। এ ছাড়াও, বয়স্ক ভাতা প্রাপ্তদের নাম্বার পরিবর্তন করে নিজের পরিবারের সদস্যদের নাম্বার ব্যবহার করে টাকা উত্তোলন করা হচ্ছে। বিষয়টি সর্বসাধারণের কাছে প্রকাশিত হলেও, চেয়ারম্যানের পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, প্রতাপনগরের অসহায় জনগণ বারবার মানববন্ধন ও বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ করলেও উপজেলা প্রশাসন আসমার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে, ভবিষ্যতে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে “আসমা হঠাও, প্রতাপনগর বাচাও” শ্লোগান ছেড়ে বক্তারা তাদের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...