Logo Logo

সোনাগাজীতে পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামী ছিনতাই, ৪ ঘন্টা পর ফের গ্রেফতার


Splash Image

মঙ্গলবার সকালে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহমদপুর গ্রামের বাঁশতলা এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ও আসামী ছিনিয়ে নেয়।


বিজ্ঞাপন


ঘটনায় এএসআই সাইদুর রহমান, এএসআই মোফাজ্জল হোসেন, কনস্টেবল হৃদয়, কাঞ্চন, আইনুল করিম ও মাহবুব আলম গুরুতর আহত হন।

পুলিশ জানায়, একাধিক মামলার আসামী জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে সোনাগাজী মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেনের নেতৃত্বে গ্রেফতার করা হয়। কিন্তু গ্রেফতারকালে স্থানীয় সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালিয়ে এএসআইদের কাছ থেকে অস্ত্র (শর্টগান) ও ওয়াকিটকি লুট করে এবং আসামীদের আবার ছিনিয়ে নেয়।

পরবর্তীতে মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে ৪ ঘন্টা পর জাহেদুল ইসলাম রিপনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার কাছ থেকে লুট হওয়া পুলিশি অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, হামলায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছে।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...