ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে অংশ নেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্প্রতি আন্তর্জাতিক মহলের বিভিন্ন কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় এই বৈঠকটি তাৎপর্যপূর্ণ। এতে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...