বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, কুরিয়ার কর্মী রাতের ডেলিভারির কাজ শেষে অফিসে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। এসময় তারা কর্মীর কাছে থাকা নগদ টাকা ও ডেলিভারির পার্সেলসমূহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
লুটের শিকার ওই কুরিয়ার সার্ভিস কর্মী বলেন, “আমাদের এই ডেলিভারির মালামালের মধ্যে অনেকের মূল্যবান জিনিসপত্র ছিল। বিশেষ করে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ রোগীর গুরুত্বপূর্ণ ওষুধও ছিল এসব পার্সেলের মধ্যে। আমি এখন তাদেরকে কী জবাব দেব?” — এতটুকু বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শিগগিরই ঘটনাটির বিষয়ে থানায় মামলা করবেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। মালামাল উদ্ধারে ও আসামিদের গ্রেফতারে দ্রুত অভিযান চালানো হবে।”
স্থানীয়রা জানান, ছনুয়া এলাকার কালামিয়া টার্নিং পয়েন্টে রাতে প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকে। এলাকাবাসীর দাবি, রাতের নিরাপত্তা জোরদার করতে সেখানে নিয়মিত টহল দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...