Logo Logo

বগুড়ার শেরপুরে আ. লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেফতার


ভোরের বাণী

Splash Image

প্রতীকী ছবি।

শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতরা হলো বিশালপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিমলা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শহিদুজ্জামান নান্নু (৪৫) ও খানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শালফা গ্রামের আবু সাঈদ মোল্লার ছেলে নাসিম মোল্লা (২৫)।

শেরপুর থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিশালপুর ইউনিয়নের সিমলা গ্রামের নিজ বাড়ি থেকে শহিদুজ্জামান নান্নুকে এবং শালফা গ্রামের নিজ বাড়ি থেকে যুবলীগ সভাপতি নাসিম মোল্লাকে হত্যা চেষ্টা, হামলা, ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় গ্রেফতার করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, আওয়ামীলীগ ও যুবলীগের দুইজনকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদক - মাসুম বিল্লাহ, বগুড়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...