বিজ্ঞাপন
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আদর্শ শিক্ষক ফেডারেশন, পিরোজপুর জেলা শাখার ব্যানারে জেলা শহরের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অবকাশ মোড় হয়ে পুরাতন ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, আদর্শ শিক্ষক পরিষদের মাধ্যমিক শাখার জেলা সভাপতি আব্দুল কাদের, নাজিরপুর শহীদ জিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মাওলানা নুরুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলা সহ-সভাপতি মোহাম্মদ নুরুল হক এবং নাজিরপুর উপজেলা সহকারী সেক্রেটারি প্রদীপ কুমার হালদার। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “আজ শিক্ষকদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয়েছে—এটা দুঃখজনক। গত ১৭ বছর ধরে শিক্ষকরা দেশের সবচেয়ে বেশি বঞ্চিত ও অবহেলিত পেশাজীবী। একটি উন্নত রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন যোগ্য নাগরিক, আর সেই যোগ্য নাগরিক তৈরিতে মূল ভূমিকা পালন করেন শিক্ষকরা।”
তারা আরও বলেন, “বর্তমানে শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা এতটাই কম যে মেধাবী শিক্ষার্থীরা এই পেশায় আসতে আগ্রহ হারাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের মাধ্যমে আন্দোলন করে আসছি। আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—৫০% বাড়িভাড়া, ১০০% বোনাস, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করা।”
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকার যদি আমাদের দাবিগুলো দ্রুত না মেনে নেয়, তাহলে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো লাগাতার বন্ধ ঘোষণা করা হবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, অনেক শিক্ষক অবসরে যাওয়ার পরও ৩-৪ বছর পর্যন্ত অবসরের টাকা পান না—যা মানবিক দিক থেকেও অত্যন্ত বেদনাদায়ক।”
তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান, শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিয়ে শিক্ষাক্ষেত্রে মর্যাদা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...