Logo Logo

পিআর ইস্যুতে আন্দোলনের লক্ষ্যই হলো নির্বাচন বিলম্বিত করা : মির্জা ফখরুল


Splash Image

ছবি : সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতির দাবিতে কিছু রাজনৈতিক দলের আন্দোলনের লক্ষ্য আসলে নির্বাচন বিলম্বিত করা, যা জনগণ কখনও গ্রহণ করবে না।


বিজ্ঞাপন


রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে ডেমোক্র্যাটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে এবং আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই—নির্বাচন বিলম্বিত করা। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা যাবে না। এই পদ্ধতি জনগণ গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এদেশের মানুষ মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “সরকার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কমিটমেন্ট অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। আমরা জনগণ চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসা হোক। জনগণই নির্বাচন দেখতে চায় এবং তার মাধ্যমে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চায়।”

বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনে যে কোনো দল জয়ী হতে পারে, তবে জনগণই সেই দল নির্বাচন করবে। যারা অতীতে পরীক্ষা দিয়েছে, সরকারের দায়িত্বে ছিল, যারা মানুষকে আশার আলো দেখিয়েছে—তাদের মধ্য থেকে জনগণ নির্বাচন করবে।”

ফখরুল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংবিধান সংস্কার ও দেশপ্রেমের কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “যে বয়সের মানুষ কম, তারা জানে না, তবে যারা দেখেছে ১৯৭৫ সালের নভেম্বরের পরিস্থিতি, তারা জানে কীভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের পায়ে দাঁড়িয়েছিল। আমরা আবার সেই চেতনা নিয়ে এক হয়েছি। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি স্বনির্ভর ও আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশ গড়তে চাই।”

তিনি আরও বলেন, “বিভিন্ন ষড়যন্ত্র-চক্রান্ত থাকলেও বাংলাদেশের জনগণের শক্তি সেগুলোকে পরাজিত করতে পারবে। সামনের নির্বাচন কঠিন পরীক্ষা হলেও জনগণ সত্য-মিথ্যার পার্থক্য বুঝবে।”

ফখরুল যোগ করেন, “স্বাধীনতার সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আমাদের দেখিয়েছে, আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি। আমাদের লক্ষ্য একটাই—একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।”

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের বয়স ১ বছর ৪ মাস হয়ে গেছে। জনগণ রাতারাতি কোনো পরিবর্তনের আশা করে না, তবে প্রক্রিয়ার শুরু চাই। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে বিবিসি ও ফিনানশিয়াল টাইমসে দেশের সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেছেন। বিএনপি বেকার সমস্যা সহ অন্যান্য ইস্যুতে ইতিমধ্যেই কমিটি গঠন ও কাজ শুরু করেছে।”

সভায় ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় জাগপার খন্দকার লুফুর রহমান, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদিকী প্রমুখ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...