Logo Logo

হাটহাজারীতে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন,নতুন প্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী


Splash Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ হাটহাজারী (বায়জিদ আংশিক)আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন আনা হয়েছে। দলটির সাবেক আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের পরিবর্তে হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামীর বর্তমান সেক্রেটারি অধ্যাপক আবদুল মালেক চৌধুরীকে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


আজ(১২ অক্টোবর) রোজ রবিবার সন্ধ্যায় হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক দায়িত্বশীল সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা শাহজাহান নতুন প্রার্থীর নাম ঘোষণা করেন।

অধ্যাপক আবদুল মালেক চৌধুরিৃ বেসরকারি ডিগ্রি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে গত ২৭ বছর ধরে শিক্ষকতা করে আসছেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক ছাত্র নেতা ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত কারণ ও স্বাস্থ্যগত কিছু সীমাবদ্ধতার কারণে তিনি নির্বাচনে না দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। পরে দলের নীতিনির্ধারকরা বিকল্প প্রার্থী হিসেবে তরুণ নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ অধ্যাপক আবদুল মালেক চৌধুরীকে মনোনয়ন দেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত প্রার্থী অধ্যাপক আবদুল মালেক বলেন, “দল যে গুরু দায়িত্ব দিয়েছে আমি তা সততা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। জনগণের সেবা ও দেশের ইসলামী মূল্যবোধ রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাআল্লাহ

জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নতুন প্রার্থীকে নিয়ে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন। তারা মনে করছেন, অধ্যাপক আব্দুল মালেকের শিক্ষা, সংগঠক দক্ষতা ও জনপ্রিয়তা হাটহাজারীতে দলের ভিত্তি আরও শক্তিশালী করবে।

সমাবেশ শেষে সন্ধ্যা ৭:৪৫ মিনিটে সাবেক প্রার্থী ইন্জিনিয়ার সিরাজুল ইসলাম ও নতুন প্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর নেতৃত্বে বিশাল একটি মিছিল হাটহাজারী পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এদিকে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম নিয়েছে। অনেকেই মনে করছেন, এই পরিবর্তন হাটহাজারীর নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হল।

সাবেক প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, কে কতদিন কোন দায়িত্ব পালন করবে তা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত থাকে। তাই আমি মনে করছি, আল্লাহ তা'আলা তায়ালা আমার ভাগ্যে যতদিন এই দায়িত্ব রেখেছিলেন ততদিন আমি পালন করেছি। তিনি বলেন আমার এই দায়িত্ব পালন করার সময় অনেককে অনেক ধরনের কটু কথা বলেছি। আপনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। তিনি নবনির্বাচিত প্রার্থীকে সাদরে গ্রহণ করেন এবং হাত উঠিয়ে অভিবাদন জানান।

অনুষ্ঠান শেষে সাবেক এবং নবনির্বাচিত এমপি প্রদপ্রার্থী উভয়ে হাতে হাত মিলিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।

প্রতিনিধি -মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...