গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। ছবি: বিএনপি মিডিয়া সেল
বিজ্ঞাপন
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘কোনো ধর্মীয় সম্প্রদায়কে আলাদা করার সুযোগ নেই।’
সভায় মির্জা ফখরুল আরও বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম, যে চেতনা ধারণ করতে চেয়েছিলাম, তা বর্তমানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নষ্ট করা হচ্ছে।’
দেশের বেকারত্ব সমস্যার বিষয়ে মন্তব্য করে তিনি জানান, ‘বেকার সমস্যা দূর করা হবে এবং দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এটি পর্যায়ক্রমে বাড়ানো হবে।’
পিআর পদ্ধতি সম্পর্কেও বিএনপির এই নেতা বলেন, ‘আর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দিন। কারণ, বর্তমানে জনগণ পিআর পদ্ধতি বোঝে না।’
মতবিনিময় সভায় খ্রিস্টান ফোরামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে দলের সঙ্গে আলোচনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...