Logo Logo

শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি : সারোয়ার তুষার


Splash Image

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ছবি : সংগৃহীত

শাপলা প্রতীক না পেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


সারোয়ার তুষার বলেন, “ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। প্রতীক দেওয়া নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় কমিশনকেই নিতে হবে।”

তিনি আরও দাবি করেন, ইসির সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। ইসি চাইলে শাপলা প্রতীক তালিকাভুক্ত করতে পারে।

অন্যদিকে, দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বলেন, “এনসিপি শাপলা পাবে।”

প্রসঙ্গত, শাপলা প্রতীক পেতে অনড় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে দলটি নির্বাচন কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে এবং লিখিতভাবে আবেদনও জানিয়েছে। বিভিন্ন সময় এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে এই প্রতীক পেতে তারা রাজপথে আন্দোলনে নামবেন। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও পুনর্বিবেচনা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...