বিজ্ঞাপন
খুনিয়া পালং ইউনিয়ন মহিলা দলের সভাপতি জেবুন্নেসা কাকলির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-০৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ। বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, খুনিয়া পালং ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা সোলতান আহমেদ ভুলু চৌধুরী, সভাপতি এস এম ফরিদ আলম, সাধারণ সম্পাদক ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, এবং রামু উপজেলা মহিলা দলের সদস্য সচিব নাজমা আক্তার।
এছাড়াও খুনিয়া পালং ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নারী নেতৃত্ব বিকাশে মহিলা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের মধ্যেও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছেন।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য আরও সুসংহত করার আহ্বান জানান।
প্রতিবেদক- মোহাম্মদ শাহজাহান, রামু, কক্সবাজার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...