Logo Logo

বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মানার আশ্বাস মির্জা ফখরুলের


Splash Image

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি ক্ষমতায় এলে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিজ্ঞাপন


রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিবের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের প্রায় এক ঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের জানান, বিএনপি মহাসচিব তাঁদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন।

দেলোয়ার হোসেন বলেন, “বিএনপি মহাসচিব বলেছেন, দল ক্ষমতায় এলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে। তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন। এতে আমাদের আন্দোলনে নতুন প্রেরণা যোগ হয়েছে।”

শিক্ষক প্রতিনিধিরা জানান, বৈঠকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফোনে আলোচনা হয়েছে এবং শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে।

গত এক সপ্তাহ ধরে রাজধানীতে তিন দফা দাবিতে কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাঁদের দাবির মধ্যে রয়েছে: বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করা, শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

এছাড়া আন্দোলনকারীরা সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও তুলেছেন। আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল শনিবার তাঁরা কালো পতাকা মিছিলের আয়োজন করেন এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

শিক্ষকদের আন্দোলনের প্রভাব ও আলোচনার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় আজ বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করেছে। অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশটি আগামী নভেম্বর থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...