বিজ্ঞাপন
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) যৌথ আয়োজনে এবং গোপালগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, চালক, পরিবহন মালিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি চলাকালীন হেলমেটবিহীন বেশ কয়েকজন মোটরসাইকেলচালককে থামিয়ে সতর্ক করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান নিজ হাতে তাঁদের নতুন হেলমেট পরিয়ে দেন এবং সড়ক দুর্ঘটনা এড়াতে সবসময় হেলমেট ব্যবহার করে বাইক চালানোর আহ্বান জানান।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা”-য় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, সওজ-এর উপবিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে এবং বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, চালকদের নিয়ন্ত্রিত গতিতে যান পরিচালনা, নিয়মিত প্রশিক্ষণ ও বিশ্রাম নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কেবল পরীক্ষায় উত্তীর্ণ চালকদের বৈধ লাইসেন্স প্রদান করতে হবে। পাশাপাশি ঢাকা–খুলনা মহাসড়ক সংলগ্ন ৭ মার্চ চত্বর প্রশস্ত করে ওই এলাকাকে টিক-টকার ও বাইকার রেসমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “অভিভাবকদের উচিত তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের মোটরসাইকেল না দেওয়া। নিরাপদ ও দূষণমুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান, এস এম আমিরুল মোস্তফা, শাহরিয়ার আহমেদ, ওসি (হাইওয়ে), সওজ-এর সহকারী প্রকৌশলী রেফাতুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, সুমন কর্মকার, হাফিজ হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জেলা ট্রাক ও লরি চালক সমিতি, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...