Logo Logo

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে এনসিপি


Splash Image

ফাইল ছবি।

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


বিজ্ঞাপন


বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এই দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। প্রধান উপদেষ্টাকে বলেছি যে, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, স্বচ্ছ নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের যেভাবে কাজ করার কথা ছিল, সেটি তারা করছে না। কিছু দলের প্রতি নির্বাচন কমিশনের পক্ষপাত রয়েছে, আবার কিছু দলের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। তারা কীভাবে পক্ষপাতমূলক আচরণ করছে—সেসব বিষয়ও আমরা বুঝিয়ে বলেছি।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে এনসিপির অবস্থান পরিষ্কার। আমরা চাই না জুলাই সনদ কাগজে-কলমে সীমাবদ্ধ থাকুক। প্রধান উপদেষ্টাকে বলেছি, জুলাই সনদকে কীভাবে সাংবিধানিক রূপ দেওয়া যায়, তা নির্ধারণ করতে হবে। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে—তা স্পষ্ট হলেই এনসিপি তাতে স্বাক্ষর করবে।”

শাপলা প্রতীক ইস্যু নিয়েও দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে এনসিপি। দলের অভিযোগ, কমিশন প্রভাবিত হয়ে এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেয়নি। এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “শাপলা প্রতীক না দেওয়ার দায় নির্বাচন কমিশনের। আমরা বিশ্বাস করি, কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করত, তাহলে এই অন্যায় হতো না।”

এর আগে বিকাল ৫টার দিকে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যমুনায় যান। নাহিদ ইসলামের নেতৃত্বাধীন ওই দলে আরও ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...