Logo Logo

ডুবে যাওয়া বলগেট তুলতে শ্রমিকের হাত ছিঁড়ে পড়ল নদীতে


Splash Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডুবে যাওয়া একটি বলগেট তুলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই শ্রমিক।


বিজ্ঞাপন


বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ-সোনাগাজী সংযোগ সড়কের সাহেবের ঘাট সেতুর নিচে ছোটফেনী নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ডুবুরির হেলপার মো. রাসেল (৩৭) ও সারেং মো. সোহেল (৩৫)। তারা ফেনী ও খুলনা জেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটফেনী নদীর সাহেবের ঘাট সেতুর নিচে একটি বালুবাহী বলগেট ডুবে যায়। এরপর থেকে বলগেটের মালিক পক্ষ বিভিন্নভাবে বলগেটটি উদ্ধারের চেষ্টা করে আসছিল, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছিল। বুধবার রাতে তারা আবারও দুটি বড় পল্টুন দিয়ে বলগেটটি তুলতে গেলে হঠাৎ একটি পল্টুনের চেইন ছিঁড়ে যায়।

এ সময় ডুবুরির হেলপার রাসেল ও সারেং সোহেলের শরীরে প্রচণ্ড আঘাত লাগে। এতে রাসেলের ডান হাত ছিঁড়ে নদীতে পড়ে যায়, মাথার খুলির ওপরের চামড়া উঠে যায় এবং দুটি পা ভেঙে যায়। অপরদিকে, সোহেলের দুই পা ভেঙে গুড়ো হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, বলগেটের মালিক ও পল্টুনের কর্মকর্তাদের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে বলগেট ও পল্টুন কাজের সঙ্গে সংশ্লিষ্ট অহিদ দাবি করেছেন, “এটি সংবাদ হওয়ার মতো কোনো বিষয় না।”

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তিশা ভট্টাচার্য জানান, “রাতে স্থানীয়দের সহায়তায় আহত দুই শ্রমিককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।”

এ বিষয়ে জানতে একাধিকবার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...